গাইবান্ধার পলাশবাড়ীতে ২৩ জুন রাত ১২টা এক মিনিটে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের শুভ সুচনা করেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড,উম্মে কুলসুম স্মৃতি। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
২৩ জুন আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী,৭৩তম জন্মদিন। যা বর্তমানে বাংলাদেশের বৃহত্তম-প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি ধর্মনিরপেক্ষ-অসাম্প্রদায়িক রাজনীতি,বাঙালি জাতীয়তাবাদ,গণতান্ত্রিক সংস্কৃতি,শোষণমুক্ত সমাজ নির্মাণের লড়াই-সংগ্রাম করে।

একটি আদর্শ-উন্নত সমৃদ্ধ আধুনিক,প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামীলীগ। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী আওয়ামীলীগ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার গঠন করে ১৯৭১ সালে। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবার হত্যার পর আওয়ামীলীগে নেমে আসে দুর্যোগ। দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে বৃহত্তম এই সংগঠনটি। ১৯৮১ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরে দল গঠনের কাজে মনোনিবেশ করেন। মাঠেঘাটে ঘুরে বেড়ান। আওয়ামীলীগকে শক্তিশালী করেন পুনরায়।