Monday, May 20, 2024
HomeScrollingতথ্য যাচাইয়ে ফেইসবুকের সঙ্গী বাংলাদেশের ফ্যাক্টওয়াচ

তথ্য যাচাইয়ে ফেইসবুকের সঙ্গী বাংলাদেশের ফ্যাক্টওয়াচ

ফেইসবুকের থার্ড-পার্টি ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের সঙ্গে এবার যুক্ত হয়েছে বাংলাদেশ ভিত্তিক সংস্থা ফ্যাক্টওয়াচ। এর আগে গত মার্চ মাসে বাংলাদেশের প্রথম তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক ‘ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক’ এর স্বীকৃতি পায় সংস্থাটি।

ফেইসবুকের সঙ্গে বাংলাদেশ থেকে এই প্রোগ্রামে আগে যুক্ত হয় বুম। এবার এএফপি এবং ফ্যাক্ট চেকও যুক্ত হয়েছে।

ফ্যাক্টওয়াচ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বা ইউল্যাবের একটি প্রকল্প যার দায়িত্বে আছে সেন্টার ফর ক্রিটিকাল এন্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস)।

ফ্যাক্টওয়াচের ওয়েবসাইটে বলা আছে, ‘বাংলাদেশে মিডিয়া ইনফরমেশন লিটারেসি বা যোগাযোগমাধ্যমের তথ্য সাক্ষরতা তৈরিতে একটি পথিকৃৎ কেন্দ্র ফ্যাক্টওয়াচ। আমাদের লক্ষ্য ভুল তথ্য, অপতথ্য, ভুয়া খবর এবং গুজবের বিষয়ে জনসচেতনতা তৈরি করা। ২০১৭ সালের ১ নভেম্বর আমেরিকান সেন্টার থেকে প্রাপ্ত প্রারম্ভিক আর্থিক সহায়তায় আমাদের যাত্রা শুরু হয়।’

ফেইসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বিবৃতিতে বলেছেন, ‘ভুয়া খবর শেয়ার করা প্রতিরোধে ফেইসবুকের চলমান প্রচেষ্টার একটি অংশ হিসেবে এএফপি ও ফ্যাক্ট ওয়াচের সঙ্গে এই পার্টনারশিপ। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, আইএফসিএন ও আমাদের ফ্যাক্ট-চেকিং পার্টনাররা এ উপলক্ষে সোমবার এক আলোচনা সভায় অংশগ্রহণ করন। তারা মহামারীর সময়ে তথ্য যাচাইকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন। সবার সম্মিলিত এই উদ্যোগটিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশে তথ্য সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে আমরা আশাবাদী।’

ফ্যাক্টওয়াচের ফাউন্ডিং এডিটর-ইন-চিফ সুমন রহমান ফেইসবুকে লিখেছেন, ‘অবশেষে এএফপি এবং বুমের পাশাপাশি ফ্যাক্টওয়াচ বাংলাদেশে ফেইসবুকের ফ্যাক্ট-চেকিং পার্টনার হল। সত্যি এটা গর্বের মুহূর্ত।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments