নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থ করতে কিংবা মৃত্যুহার কমাতে রেমডিসিভিরের যথেষ্ট প্রভাব নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও।
রেমডিসিভির এবং হাইড্রোক্সিক্লোরোকুইন-সহ কভিড-১৯ রোগের চারটি সম্ভাব্য ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের পর সংস্থাটি এ কথা জানিয়েছে।
মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি গিলিয়াডের ওষুধ রেমডিসিভিরকে করোনার প্রথম ওষুধ হিসেবে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই ওষুধ দেয়া হয়।
বিবিসি জানিয়েছে, গিলিয়াড বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাদের ভাষ্য, অন্য গবেষণার সঙ্গে এই ফলাফল ‘বেমানান’।
ডব্লিউএইচও তাদের ট্রায়ালে ৩০টি দেশের ৫০০ হাসপাতালের ১১ হাজার ২৬৬ জন প্রাপ্তবয়স্ক রোগীকে যুক্ত করে। এই ফলাফল এখনো পিয়ার-রিভিউড বা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়নি।
সংস্থাটির দাবি, চারটি ওষুধের কোনোটিই করোনা সারাতে কিংবা প্রতিরোধ করতে খুব একটা কার্যকর নয়।
এর আগে গিলিয়াড দাবি করেছিল, তাদের ওষুধ ব্যবহার করলে রোগীদের বেশিদিন হাসপাতালে থাকতে হচ্ছে না। সাধারণের তুলনায় কমপক্ষে ৫ থেকে ৬ দিন আগে সবাই সুস্থ হচ্ছেন।
গিলিয়াড বলছে, ‘ডব্লিউএইচওর ট্রায়ালের বিষয়ে আমরা অবগত। তবে অন্য গবেষণার সঙ্গে এটি পুরোপুরি বেমানান।’