মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ঝিকরহাটি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা’যায় শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আইয়ুব খান ও জাহাঙ্গীর খান এর লোকজনের মধ্যে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হয় তার জের ধরে আজ সকালে প্রথমে জাহাঙ্গীর খানের বাড়ী ও তার উপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এপরে জাহাঙ্গীর খানের সময়র্থকরা আইয়ুব খানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাট করার অভিযোগ উঠে। তবে দুপক্ষ পাল্টা পাল্টি দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
হামলার ঘটনায় ভুক্তভোগী আইয়ুব খান বলেন, পোলাপানে পোলাপানে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হইছে তার জের ধরে আজ সকাল বেলা আমাকে মারার উদ্দেশ্যে জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমাদের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে হামলাও লুটপাট করা হয়েছে। আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে কেউ বাড়িতে থাকে না এই সুযোগে তারা আমাদের এত বড় সর্বনাশ করল আমি এই হামলা ও লুটপাটের সাথে যারা জড়িত আমি তাদের সঠিক বিচার চাই।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর খান বলেন আইয়ুব খান ও তাদের লোকজন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা কারো বাড়িতে হামলা করিনি বরং তারা আমার উপর বোম(ককটেল) মারছে আমি আহত হয়েছি আমার পায়ের অবস্থা ভাল না। আমার চিকিৎসা করানোর জন্য হাসপাতালে আছি।
এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য পরামর্শ দিয়েছি। উভয় পক্ষই বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত দুপক্ষের কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যদি অভিযোগ না করে আমাদের মত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on