মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে মাদকসহ(ইয়াবা ট্যাবলেট) রাসেল আকন(৩০) ও রাকিব সরদার(২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর জেলার কালকিনি থানার এনায়েত নগর ইউনিয়নের কাঠাল তলা নামক স্থান থেকে তাদের আটক করে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের বাসার আকনের ছেলে রাসেল ও রাজ্জাক সরদারের ছেলে রাকিব।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই ফরহাদ রাহী মীরের নেতৃত্বে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে কালকিনি থানাধীন এনায়েত নগর ইউনিয়নের কাঠালতলা এলাকায় নাসির সরদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ২শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, মাদারীপুর পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এবং দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ln24bd