মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে প্রবাসী ভিআইপি ক্লাবের আয়োজনে, তারুন্য পরিবারের সার্বিক সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সমাজসেবক মহিউদ্দিন ফারুকী, তারুন্য পরিবারের উপদেষ্টা ডাঃ মেহেদী হাসান সোহেল, উপদেষ্টা এইচ এম রেজাউল হক,প্রবাসী ভিআইপি ক্লাব প্রতিনিধি মোঃ শহিদ খানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও তারুণ্য পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা হওয়ার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারুন্য পরিবার প্রতিষ্ঠাতা সোহাগ হাসান।এসময়ে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়েছে।
LN24BD