Thursday, July 3, 2025
HomeScrollingআমার ওপর আজকে আঘাত করা হয়েছে এটা সারা দেশের মানুষ দেখেছে: হিরো...

আমার ওপর আজকে আঘাত করা হয়েছে এটা সারা দেশের মানুষ দেখেছে: হিরো আলম

অনলাইন ডেস্ক।।

‘এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ জাতি দেখেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

হামলায় আহত হয়ে হাসপাতাল থেকে ফিরে এ কথা বললেন ঢাকা- ১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তাকে মারধর করা হয়। এরপর তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসার জন্য যান।

চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, আমার ওপর আজকে আঘাত করা হয়েছে। এটা সারা দেশের মানুষ দেখেছে।

তিনি বলেন, আমার ওপর আজকেই প্রথম নয়, আগেও আঘাত করেছে। আজকে পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছে। আজকে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল।

ইসির ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি এখানে রাজনীতি করেছে। কারণ সকাল থেকে আমার ওপর হামলা হলো। তারা এ ব্যাপারে কথা বলল না কেন? আমার ওপর যখন হামলা করা হলো, কারা হামলা করেছে সেটা সবাই দেখেছে।

হিরো আলম বলেন, এই নির্বাচন আমি মানি না। আমাকে তারা মারল কেন? কেন্দ্রে এজেন্টকে ঢুকতে দেয়নি।

নির্বাচনে অনিয়মের ব্যাপারে কোনো অভিযোগ করবেন কিনা, ইউরোপীয় ইউনিয়নে অভিযোগ দেবেন কিনা এ প্রশ্নে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকাসহ যেখানে যেখানে দরকার চিঠি দেব।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments