বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি’ শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের চোর লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে। সরকার মুনাফা লুটবে এবং জনগণের পকেট কাটবে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা আসলে মানুষের কল্যাণ চায় না। স্বধীনতার পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে দুর্ভিক্ষ হয়েছিল। বাংলাদেশের ধানের ভরা মৌসুম চলছে এরপরও চালের দাম বাড়ছে। এখন চালের দাম কমে আসার কথা। সে জায়গায় চালের দাম বাড়তি। এখানে আবারও কারসাজি হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা কখনো তাদের (আওয়ামী লীগ) নেতাদের ছোট করে কথা বলি না। যার যে অবদান আছে তা দিই, এটা জিয়াউর রহমান শিখিয়েছেন। অথচ আওয়ামী লীগের মধ্যে সেই চর্চা নেই। তাই তারা দেশের জন্য কাজ করা আমাদের নেতাদের প্রতি মুহূর্তে অবজ্ঞা করেন। আজকে আপনারা ক্যাম্পাসে ছাত্রদের মারলেন, আবার সেটাকে জাস্টিফাই করছেন। তারা বলছে বাহ বাহ ভালোই করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগ।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এ অবস্থায় থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। দেশের জনগণকে মুক্ত করি।’
কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল, কৃষক দলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ প্রমুখ।