মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে ১ জন নারী করোনায় শনাক্ত হলেন। এই নারীর বয়স ৩৮ বছর তিনি ঢাকা থেকে নিজ গ্রামে আসেন।এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে এ পর্যন্ত করোনা মোট শনাক্তের সংখ্যা ৫৩ জন, সুস্থ ৩৭ জন, চিকিৎসাধীন ১৩ জন এবং ২ জন মৃত্যুবরণ করেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৪, রাজৈর উপজেলা ১৮ ও কালকিনি উপজেলায় ১ জন।আজ বুধবার যে ৮ জন সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন তাদের মধ্য শিবচর উপজেলার হোমকোরন্টাইনে থেকে চিকিৎসা নেওয়া নারী চিকিৎসক ও তার মেয়ে,ঢাকায় চিকিৎসাধীন ১ জন,মাদারীপুর সদর হাসপাতাল থেকে সুস্হ ৪ জন,রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্হ ১ জন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন,এই নারী ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে নিজ গ্রাম কবিরাজপুরে আসেন।বর্তমানে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।
এর আগে গত শনিবার ও সোমবারের রিপোর্টে ইমাম এর সংস্পর্শে আসা প্রথমে ৬ পরবর্তীতে আরও ০৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই ৯ জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।