মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বরের ভেতর আফগানিস্তান থেকে সরে যাবে তাদের বাহিনী।
বিবিসি জানিয়েছে, ঘোষিত সময়ের আগেই দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালায় আল-কায়েদা। সেই হামলায় ৩ হাজারের মতো মানুষ মারা যান।
বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছিল সোভিয়েত সেনাবাহিনী, ১৯৮০ সালের দিকে। পাশের একটা গ্রামের নামে এর নামকরণ করা হয়।
২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ঘাটিতে যায়। এরপর সেখানে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে ক্যাম্প করা হয়। ১০ হাজার সেনাকে আশ্রয় দেয়ার সক্ষমতা আছে ক্যাম্পটির।
গত মাস থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করে। তখন থেকে তালেবানদের হামলা বাড়ছে।
মার্কিন কর্মকর্তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই সেনা প্রত্যাহারের কাজটি শেষ হতে পারে।
তালেবানের অগ্রযাত্রা সত্ত্বেও দেশটিতে সম্ভবত নতুন করে কোনো সামরিক সহায়তার বিষয়ে অনুমোদন দেবেন না বাইডেন। তবে আফগান সরকারকে পরামর্শ, গোয়েন্দা তথ্য ও উড়োজাহাজ ব্যবস্থাপনায় সহায়তাদানের মতো বিষয় এর বাইরে থাকবে।