Friday, July 4, 2025
HomeScrollingলন্ডনে লকডাউনবিরোধী ব্যাপক বিক্ষোভ

লন্ডনে লকডাউনবিরোধী ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক |

লকডাউনের বিরুদ্ধে মধ্য লন্ডনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় তারা প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট ভবনে টেনিস বল নিক্ষেপ করে।

শনিবার মধ্য লন্ডনের এই বিক্ষোভে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ব্যানার বহন করতেও দেখা যায়।

যুক্তরাজ্যে ২১ জুন থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা ছিল। তবে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে। তারা পতাকা বহন করে এবং শিষ দিয়ে চিৎকার করে অবিলম্বে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানায়।

বিক্ষোভে অংশ নেওয়া একজন বলেন, ‘এই বিক্ষোভে আমার অংশ নেওয়ার প্রধান কারণ লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হরণ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের সমবেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে। বিধিনিষেধ এ সব অধিকার হরণ করছে। আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষুব্ধ; এ জন্য সবাই এখানে এসেছে।’

একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী ম্যাক হ্যানকককে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। শুক্রবার সরকারি অফিসের ভেতরে একজন সহযোগীকে চুমুর সিসিটিভি ফুটেজ প্রকাশের পর পদত্যাগ করেন তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments