Friday, July 4, 2025
HomeScrollingনেইমার-রিচার্লিসনের গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

নেইমার-রিচার্লিসনের গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে।

শনিবার পোর্তো আলেগ্রের স্তাদিও বেইরা-রিওতে পুরো ম্যাচে নিজেদের দাপট ধরে রাখে ব্রাজিল। আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের ম্যাচ জ্বললেন নেইমার। প্রথমার্ধে গোল না পেলেও বিরতি থেকে ফিরেই দলের প্রথম গোলে অবদান রাখেন তিনি।

পিএসজি তারকার পাস থেকে ৬৫তম মিনিটে বুলেট গতির শটে ব্রাজিলকে এগিয়ে দেন এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন। এরপর গোল শোধ করতে চেষ্টা করে ইকুয়েডর। কিন্তু দানিলো-মিলিতাও-মারকুইনহোস-সান্দ্রোদের দিয়ে গড়া কোচ তিতের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি ইকুয়েডর।

উল্টো শেষ মুহূর্তে দ্বিতীয় গোল হজম করে বসে তারা। যোগ করা চতুর্থ মিনিটে পেনাল্টি পায় সেলেকাওরা। সহজে স্পট-কিক থেকে জাল খুঁজে নেন নেইমার।

এই নিয়ে টানা ৫ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ব্রাজিল। দুইয়ে থাকা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্ট পার্থক্য ৪। ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইকুয়েডর।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments