Thursday, July 3, 2025
HomeScrollingরোনালদোর পায়ে লুটালো আরেকটি রেকর্ড

রোনালদোর পায়ে লুটালো আরেকটি রেকর্ড

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি শীর্ষ লিগে সেরা গোলদাতা হওয়ার যোগ্যতা অর্জন করলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগ, লা লিগায় আগে এই রেকর্ড গড়ার পর এবার ইতালির সেরি আ টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা তিনি।

৩৬ বছর বয়সী রোনালদো এবার ২৯ গোল করেছেন। তার দল মৌসুম শেষ করেছে চতুর্থ স্থানে থেকে।

সব মিলিয়ে সেরি আয় ৯৭ ম্যাচে ৮১টি গোল করেছেন রোনালদো।

২০১৯ এবং ২০২০ সালে ব্যাক-টু-ব্যাক সেরি আ’র বর্ষসেরা ফুটবলারের খেতাবও জিতেছেন।

রোনালদো প্রিমিয়ার লিগের টপ স্কোরার হন ২০০৭-০৮ মৌসুমে। ম্যানচেস্টারের হয়ে ৩১টি গোল করেন তিনি। বছরের শেষে সেবার প্রথম ব্যালন ডি’অর জেতেন।

সেবার সব প্রতিযোগিতায় ৪২ গোল করে ক্যারিয়ারে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয় করেন।

ম্যানইউতে তিনি ২৯২ ম্যাচে ১১৮টি গোল করেন। ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে।

স্পেনের ক্লাবে এসে সেখানেও রাজত্ব করেন রোনালদো। তিনবার লা লিগার সেরা গোলদাতা হয়েছেন। প্রথমটি ২০১০-১১ মৌসুমে। সেবার লা লিগায় ৪০টি গোল করেন তিনি।

পরে ২০১৩-১৪ মৌসুমে ৩১ গোল করে আবার টপ স্কোরার হন।

পরের মৌসুমে ৪৮ গোল করে পিচিচি ট্রফি জেতেন।

রোনালদো ২০১৮ সালে মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যান।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments