Friday, March 29, 2024
HomeScrollingভাস্কর্য আর মূর্তি এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য আর মূর্তি এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য আর মূর্তি- দুটো এক জিনিস নয় উল্লেখ করে নতুন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিষয়টি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ হচ্ছে।

রবিবার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় ভাস্কর্য বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে গত সপ্তাহে শপথ নেওয়া ফরিদুল হক খান এদিন মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন।

প্রতিমন্ত্রী বলেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। পাকিস্থানে যান, ভারতে যান, সারা বিশ্বে যে কোনো রাষ্ট্রে যান না কেন, সব জায়গাতে ভাস্কর্য আছে।

তিনি বলেন, ভাস্কর্য যদি মূর্তি হয়, তাহলে টাকার ভেতরে বঙ্গবন্ধুর ছবি আছে, আগে যারা ছিলেন তাদের ছবি ছিল, সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে বেড়ায়।

ভাস্কর্য আর মূর্তি নিয়ে ‘বোঝার ভুল’ আছে উল্লেখ করে তিনি বলেন, মিশরে গিয়ে দেখেছি, সৌদি আরবেও আছে। বাংলাদেশে যারা এটা নিয়ে আলোচনা করছে, তাদের চিন্তা করতে হবে যে, মূর্তি আর ভাস্কর্য এক নয়।

এ বিষয়গুলো সবাইকে বোঝাতে পারলে একটি সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন জামালপুরের ইসলামপুরের এমপি ফরিদুল হক খান।

ভাস্কর্য আর মূর্তি যদি আলাদা বিবেচনা করা হয়, তাহলে ভাস্কর্য রক্ষা করা যেতে পারে, আর মূর্তি করা যাবে না, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, না না মোটেই না। সনাতন ধর্মের যারা আছেন, তারা তাদের ধর্ম পালন করবেন। এটা নিয়ে তো কোনোদিন কিছু হয়নি।

১৯৯১ সালে হিন্দুত্ববাদীরা যখন ভারতে বাবরি মসজিদ ভাঙল, তখন উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জানিয়ে ফরিদুল হক বলেন, সে সময় তার এলাকায় সনাতন ধর্মের একটি মূর্তিও তিনি ভাঙতে দেননি।

তিনি বলেন, আমরা যে ধর্মেরই হই না কেন, যার যার ধর্ম পালন করব। আমরা সকলেই কমবেশি জানি, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে, যারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের সব দুষ্ট চক্রকে কঠোর হস্তে দমন করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।

ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে আমি বসব, আলোচনা করব, চিন্তা করব। ইতোমধ্যে আপনারা শুনেছেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই কিন্তু এ বিষয়ে তার বক্তব্য দিয়েছেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা যারা করছেন, তাদের ‘অন্য উদ্দেশ্য’ রয়েছে বলে সন্দেহ প্রকাশ করে ওবায়দুল কাদের শনিবার বলেন, ইসলাম আমাদের ধর্ম। এ ধর্মের বিধি-বিধানে ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ির সুযোগ নেই। ধর্মকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার না করি।

অস্থির না হওয়ার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটা জিনিসকে সূক্ষ্মভাবে, নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা কাজ করব।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments