Friday, March 29, 2024
HomeScrollingএবার চঞ্চল শাওনের ‘নিশা লাগিলোরে’

এবার চঞ্চল শাওনের ‘নিশা লাগিলোরে’

অনলাইন ডেস্ক।।

গত বছর ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি গেয়ে আলোড়ন তৈরি করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। তবে কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে গানটি পরে সরিয়ে নেওয়া হয়েছিল। এবার এই জুটি একসঙ্গে গাইলেন হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। আইপিডিসি আয়োজিত সংগীতা আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে বলে সম্প্রতি জানানো হয়েছে। গত বারের মতো এই গানটির  সংগীতায়োজনও করেছেন পার্থ বড়ূয়া।

চঞ্চল চৌধুরী বলেন, ‘পোশাদার শিল্পী নই, ভালো লাগা থেকেই গান করি। ‘সর্বত মঙ্গল রাধে’ গানের পর ‘নিশা লাগিলোরে’ গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। এখন তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি।’

মেহের আফরোজ শাওন বলেন, ‘আইপিডিসি আমাদের লোক গান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘আমাদের গান’ অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার ‘নিশা লাগিলোরে’ গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন। পার্থ বড়ূয়ার ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনের এই গানটি শ্রোতাকে মুদ্ধ করবে বলেই আমার ধারণা।’ আসছে ঈদে ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের আয়োজন আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন বলেও শিল্পীরা জানান।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments