মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর জেলার শিবচরে একটি মোটরসাইকেলের ধাক্কায় হাজেরা বেগম(৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে রবিবার(২২ নভেম্বর) সকালে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের মালেরহাট নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, সকালে হাজেরা বেগম কেনাকাটার জন্য মালেরহাট যাচ্ছিল। বাজারে যাওয়ার সময় মালেরহাট সংলগ্ন মফিতুল্লাহ হাওলাদারকান্দি নামক স্থানে সড়ক পার হতে গেলে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হাজেরা বেগম ওই এলাকার মৃত কিনাই শেখের স্ত্রী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,’দূর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।’