র্যাব-১০ এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার।।
অদ্য ১৭/০৮/২০২০ ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় র্যাব-১০ এর এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও সহকারী পুলিশ সুপার শাহিনুর চৌধুরী এর নেতৃত্বে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কাদের (২৪), পিতা- মোঃ বাবুল, গ্রাম-রায়পুরা, থানা – দাউদকান্দি, জেলা- কুমিল্লা নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ ৭৮০/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা সহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।