Tuesday, May 7, 2024
Homeসারাদেশরংপুর বিভাগদিনাজপুর শহর ফাঁকা! প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়

দিনাজপুর শহর ফাঁকা! প্রশাসনের ভূমিকা প্রশংসনীয়

 

মো. নূর ইসলাম নয়ন, দিনাজপুুর সংবাদদাতা।।

লকডাউন ঘোষণা না করা হলেও করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসনের এ্যাকশনে দিনাজপুর যেনো অবরুদ্ধ হয়ে পড়েছে। কাঁচা মাল ও খাদ্য ছাড়াসব দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় পেলে পুলিশ এলোপাথারী লাঠিপেটাসহ পুলিশ ভ্যানে তুলে নিচ্ছেন। এ ঘটনায় শংকিত হয়ে অনেকে প্রয়োজনেও বাড়ির বের হওয়া থেকে বিরত রয়েছে। তাছাড়া,সরকারি ঘোষণায় রেল,বাসসহ সকল গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের প্রভাব ঠেকানোর কৌশলকে প্রশংসায় ভাসছে দিনাজপুর প্রশাসন। তারা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছেন।

এদিকে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস জানিয়েছেন, প্রতিদিনই হোম কোয়ারেন্টাইনের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৮জন সহ জেলায় এখন মোট ৪১৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

এছাড়াও সুস্থ্য হয়ে ৩৩জন বাড়ি ফিরেছেন। অন্যদিকে করোনাভাইরাস বিস্তার রোধে সেনা বাহিনী আজ সকাল থেকে দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জীবানুনাশক স্প্রে ছিটিয়েছেন। এতে তারা সাধারণ মানুষকে কাছে আরো পৌঁছে যাচ্ছেন।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments