মাদারীপুর প্রতিনিধি।।
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে কুপিয়ে আহতের ঘটনায় মুল আসামী সজিব(২০)কে গ্রেপ্তার করেছে মাদারীপুর র্যাব -৮। মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার স্বরমঙ্গল এলাকা থেকে আসামী সজিবকে গ্রেপ্তার করে। সজিব রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে।
র্যাব জানায়, আসামী ভূক্তভোগী কিশোরীকে গত তিন বৎসর যাবত বিভিন্ন ভাবে উক্তোক্ত করে আসছিল। এ নিয়ে গ্রামের মাতব্বর পর্যায়ে দুই-তিন বার শালিস বসানো হলেও আসামী ভুক্তভোগী কিশোরীর পিছু ছাড়েনি বরং তাকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ইভটিজিং করতো এবং প্রেমের প্রস্তাব সহ নানা ধরনের ক-ুপ্রস্তাব দিতো। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় সে ভিকটিমের প্রতি ক্ষিপ্ত হয়। এবং সোমবার রাতে(২৭ জুলাই) রাত নয়টায় ভুক্তভোগী কিশোরী তার পোশা গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হয়। এ সময় তাকে একা পেয়ে কু-প্রস্তাব দেয় সজীব শেখ। এই প্রস্তাবে রাজী না হলে সজীব এই কিশোরীকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারে এবং এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আসামী সজীব শেখ পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রাজৈর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এরপর র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে স্বরমঙ্গল গ্রাম থেকে আসামী সজিবকে গ্রেপ্তার করে।
মাদারীপুর র্যাব -৮ কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, ক্যাম্পের এই ঘটনা র্যাবের দৃষ্টিগোচর হলে র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম এর নির্দেশে সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে আভিযানিক দল তড়িৎ অপারেশন পরিচালনা করেন এবং ২৪ ঘন্টার পূর্বেই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।