Sunday, May 19, 2024
HomeScrollingসাহারা খাতুনের মরদেহ আসছে রাতেই, দাফন শনিবার বনানী কবরাস্থানে

সাহারা খাতুনের মরদেহ আসছে রাতেই, দাফন শনিবার বনানী কবরাস্থানে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মরদেহ শুক্রবার ( ১০ জুলাই) রাতেই ব্যাংকক থেকে ঢাকা পৌঁছুবে। শনিবার জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত জানাজা ও দাফনের সময় চূড়ান্ত হয়নি।

এ তথ্য নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সময় রাত ৯টায় ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে সাহারা খাতুনের মরদেহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। রাত ১২টায় মরদেহবাহী বিমানটি ঢাকা বিমানবন্দরে পৌঁছনোর কথা রয়েছে।

আজীবন রাজনীতিতে নিবেদিত চিরকুমারী এই নেত্রীর পারিবারিক সূত্র জানিয়েছে, সাহারা খাতুনের মরদেহ ব্যাংকক থেকে ঢাকা পৌঁছালে রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে বলে।

বর্ষীয়ান রাজনীতিক অ্যাডভোকেট সাহারা খাতুন বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সোমবার থেকে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments