Friday, April 18, 2025
HomeScrolling৮০ জন আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

৮০ জন আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ জন আরোহী নিয়ে অবতরণের সময় ডেল্টা এয়ারের একটি বিমান উল্টে গেছে। এতে ১৮ জন আহত হয়েছেন। খবর বিবিসি, রয়টার্স।

টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। বিমানটি ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে মিনিয়াপোলিস থেকে আসছিল। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি ডেল্টা এয়ার লাইনস ফ্লাইট ৪৮১৯। এটি তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান এন্ডেভার এয়ার দ্বারা পরিচালিত হত।

ডেল্টা জানিয়েছে, বিমানের ২২ যাত্রী কানাডিয়ান। বাকিরা অন্যান্য দেশের। স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া একটায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

কানাডার বৃহত্তম বিমানবন্দর পিয়ারসন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একটি বিমান উল্টে গিয়ে তুষারাবৃত টারম্যাকের ছাদে পড়ে আছে। মনে হচ্ছে এর অন্তত একটি ডানা নেই।

অন্টারিও এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস অরঞ্জ জানিয়েছে, তারা ঘটনাস্থলে তিনটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার এবং দুটি স্থল অ্যাম্বুলেন্স পাঠিয়েছে।

গুরুতর আহত রোগীদের মধ্যে একজন শিশু, ৬০ বছর বয়সী একজন পুরুষ এবং ৪০ বছর বয়সী একজন নারী রয়েছেন।

টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।

কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নেলসল সিএনএনকে জানান, বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি। ফেসবুকে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে, একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি ছিটানো হচ্ছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments