Tuesday, July 1, 2025
HomeScrollingজিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ

 

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপি আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। গত ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সম্পৃক্ত সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সমর্থনের মধ্যে দিয়ে গণআন্দোলনে একটি গণঅভ্যূত্থানে রুপ নেয়। ছাত্র-জনতার আত্মহতির মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে  একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা খুব জরুরি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

০১৭২০১৩৩২৮২

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments