Monday, April 21, 2025
HomeScrollingকমলগঞ্জে “হৃদয়ে কমলগঞ্জ” এর শীতবস্ত্র বিতরণ

কমলগঞ্জে “হৃদয়ে কমলগঞ্জ” এর শীতবস্ত্র বিতরণ

মো.সাইদুল ইসলাম, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে কমলগঞ্জ। প্রতি বছরের ন্যায় এবারো সংগঠনের স্বেচ্ছাসেবী ও উপজেলা প্রশাসন সহ সমাজের দানশীল ব্যাক্তিগণের অর্থায়নে গরীব, অসহায়, ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর যোগীবিল গ্রামে প্রায় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্টানে বক্তব্য রাখেন, হৃদয়ে কমলগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবী সোলাইমান উদ্দিন, জাহেদ আহমেদ ও সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে চলতি শীত মৌসুমে এবং আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন টিলাগাঁও সমাজকল্যাণ পরিষদ এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য রুমান চৌধুরী, জুয়েল আহমেদ, সায়েম আহমেদ, জুনেদ মিয়া, হারুন মিয়া, সাহান আহমেদ, ফয়সল আহমেদ প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments