মোঃ সবুজ সরকার সৌরভ,টাঙ্গাইল।।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ঘাটাইলের বিভিন্ন ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে লোকেরপাড়া,আনেহলা,জামুরিয়া,ও দিঘলকান্দি ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা : শারমিন ইসলাম।
লোকের পাড়া ইউনিয়ন পরিষদে প্রধান অথিথি উপজেলা নির্বাহী অফিসার মোছা শারমীন ইসলাম আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে আসার আহবান জানান। উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও ৪নং লোকেরপড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপসী শীলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাকের হোসেন খান, প্যানেল চেয়ারম্যান মোঃ হায়দার আলী
ইউপি মেম্বার মোঃ ফজলুর রহমান তারুকদার সহ অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন লোকেরপাড়া ও এস ফাযিল মাদ্রাসার দল,দ্বিতীয় স্থান অধিকার করেন আথাইল শিমুল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেন ছয়ানী বকশিয়া দাখিল মাদ্রাসা।