Saturday, July 12, 2025
HomeScrollingমাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র নেতার ওপর সন্ত্রাসী হামলা, রাজপথে নামার হুশিয়ারি

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র নেতার ওপর সন্ত্রাসী হামলা, রাজপথে নামার হুশিয়ারি

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ মাসুম বিল্লাহ উপর সন্ত্রাসীর হামলার ঘটনায় অপরাধীদের বিচার ও কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৫ জুলাই) বিকেল ৬ টায় জেলা শহরের শকুনি লেক পাড়ের শহীদ কানন চত্তরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাসহ স্থানীয় ছাত্র সমাজ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি ন্যায়সঙ্গত প্ল্যাটফর্ম এবং এর নেতাদের উপর হামলা কাপুরুষোচিত কাজ। আমরা এই ধরনের হামলা কিছুতেই বরদাশত করব না এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। যদি সন্ত্রাসীদের আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা এর চাইতে বড় মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করব। আমরা ৫ ই আগস্টের পরে প্রশাসনদেরকে আমরা বাঁচিয়েছি। তারা আমাদের বিষয়টি যদি না দেখে। তাহলে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। আমাদের এক ভাইয়ের রক্ত ঝরেছে এই রক্ত শুধু তার একা ঝরেনি। ঝরেছে আমাদের সকল ছাত্র ভাইদের।

মানববন্ধন থেকে হামলার শিকার ছাত্রনেতার সুচিকিৎসার ব্যবস্থা করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক নেয়ামত উল্লাহ, সামাজিক সংগঠন মাতৃভূমির চেতনার মনজুর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব অনিক, সব্যসূচি, মূখপাত্র তুষার, ছাত্র শিবির প্রতিনিধি মুশফিক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ মাতুব্বর, ছাত্রশিবির নেতা সাব্বির মাহমুদ, কলেজ ছাত্রদলের নেতা মুনতাসির মির্ধা, ছাত্র প্রতিনিধি সায়িমসহ প্রমুখ।

উল্লেখ্য, গত (২৫ জুন) বুধবার বিকেলে শহরের ভূইয়া কমিউনিটি সেন্টারের সামনে মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়। পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল্লাহর পক্ষ তার ওপর হামলা চালিয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

Most Popular

Recent Comments