গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পরিবেশ আইন অমান্য করে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি(টপ সয়েল) কেটে বিক্রি করছে মোঃ সুজন নামক একটি চক্র সদস্য। এতে জমির উর্বরতার নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।
পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগের মাটি কেটে শ্রেণি পরিবর্তন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়ন ১নং ওয়ার্ডর বড়বাহিরবাঘ কৃষিজমি থেকে নির্বিচারে কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগ(টপ সয়েল)। তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।
উপজেলার রাজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মোঃ সুজন কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি(টপ সয়েল) এক্সকাভেটর(ভেকুযন্ত্র) দিয়ে কেটে রাজপাট,ডুমরাকান্দি,সাতাসিয়া,বড়বাহিরবাঘ সহ মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন যায়গায় ট্রলিট্রাক দিয়ে প্রতি গাড়ি ১৩শত টাকা থেকে ১৫শত টাকায় বিক্রি করছে। যার ফলে নষ্ট হচ্ছে পাশের কৃষিজমি এবং রাস্তাঘাট।
স্থানীয়রা জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রাকৃতিক ভাবে সৃষ্ট টিলা ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষিজমির টপ সয়েল বা উপরিভাগ মাটি কেটে শ্রেণি পরিবর্তন কর নিষিদ্ধ। অথচ কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে প্রকাশ্যে এ দুই আইন অমান্য করা হলেও তেমন কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
সোহেল নামের এক স্থানীয় ব্যাক্তি বলেন, প্রতিদিন ট্রলিতে করে মাটি নেয়ায় ফলে রাস্তা দিয়ে চলাচলের আমাদের অসুভিদা হয়। বিভিন্ন যায়গায় রাস্তা ফেটে ও ঢেবে ভেঙে যায়। এ বিষয়ে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ কামনা করি।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা জান্নাত বলেন’- এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।