Friday, April 18, 2025
HomeScrollingসার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদ পেল মেহজাবীনের ‘প্রিয় মালতী’

সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদ পেল মেহজাবীনের ‘প্রিয় মালতী’

বড়পর্দায় নাম লিখিয়ে-ই সীমানা ছাড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রথম ও দ্বিতীয় ছবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ছবি দুটি।

তাই দেখে উদ্বাহু নৃত্য করছিলেন মেহু অনুরাগীরা। তবে মনের কোণে আক্ষেপ পুষে রেখেছিলেন তারা। তাদের বড় সাধ প্রিয় তারকার সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখার। এবার সে আক্ষেপ ঘোচানোর দিন এসেছে। শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এবার মুক্তির অনুমতি পেল ছবিটি।

শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ অভিনেত্রীর দ্বিতীয় ছবি হলেও মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’র আগে! এরইমধ্যে ‘প্রিয় মালতী’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদও পেয়েছে! বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন ‘প্রিয় মালতী’কে। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত।

সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দীন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সিনেমাটির প্রদর্শনী শেষে এটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হয়।

‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। গল্পও শঙ্খ দাসগুপ্তর। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments