মাদারীপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে
আজ (বৃহস্পতিবার)দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক সদস্য (যুগ্ম সচিব), মাহমুদুল কবীর মুরাদ।
মাদারীপুর নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মশালায় মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাদারীপুর নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম, এবং বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: সোহেলুর রহমান খান, মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিনিয়র কনসালটেন্ট, আইয়ুব হোসেনসহ মাদারীপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক ও জেলার হোটেল রেস্তোরাঁ মালিকরা।