Tuesday, July 1, 2025
HomeScrollingজামালপুরে শ্রমিকদলের সাংগঠনিক কর্মীসভা

জামালপুরে শ্রমিকদলের সাংগঠনিক কর্মীসভা

জামালপুর  সংবাদদাতা।।

কেন্দ্রীয় শ্রমিকদলের নির্দেশনার অংশ হিসেবে জামালপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে এক সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জামালপুর পৌরসভার অডিটোরিয়ামে এই কর্মীসভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাকের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আবু সাঈদ।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের যুববিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবু হান্নান, হারুন অর রশিদ, আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান হীরা ও শহর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি প্রমুখ।

কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর পর ইতিহাসের জঘন্যতম স্বৈরাচার শেখ হাসিনা  দেশত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভারতে গিয়ে নতুন করে ষড়যন্ত্রের নীলনকশা করছে। যাতে এই দেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলা যায়। তাদের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।

তিনি বলেন, একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে বিএনপির সাথে শ্রমিক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই।

সাংগঠনিক কর্মীসভায় শ্রমিকদলের বিভিন্ন ইউনিট অংশ নেন।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments