Wednesday, April 23, 2025
HomeScrollingজামালপুরে ৬শ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ৬শ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার কেন্দুয়াতে অভিযান চালিয়ে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের কাঁচাসড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬শ পিছ ট্যাপেনটাডোল ট্যাবলেট ও নগদ তিন লক্ষ ঊনত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- কালাবহ সুইচগেট মোড় এলাকার মৃত শফিকুলের ছেলে মো. রাজু (৩০) ও কাঁচাসড়া গ্রামের আকন্দ বাড়ী এলাকার মৃত আব্দুল আওয়াল আকন্দের ছেলে অনিক রহমান (২৪)।

এ বিষয়ে ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ৬শ পিছ নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃতদের আইনী পক্রিয়া শেষে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments