তারুন্য পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো বনভোজনে। শুক্রবার সকালে তারুণ্য পরিবার একটি প্রাইভেট কার, একটি হাইস গাড়ি ও দুটি বাস নিয়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম (নড়িয়া পার্ক) সারাদিন ধরে ১০৫ জন স্বেচ্ছাসেবী নিয়ে ঘুরে, বিভিন্ন খেলাধুলা ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে আনন্দ ভ্রমণ সম্পন্ন করল উক্ত আনন্দ ভ্রমণে তারুণ্য পরিবারের সাথে ছিল রাজন মাহমুদ সভাপতি ফ্রেন্ডস অফ নেচার।এ্যাড মশিউর রহমান পারভেজ উপদেষ্টা তারুন্য পরিবার। আসিফ শাহরিয়ার রাজিব, উপদেষ্টা তারুণ্য পরিবার। সাংবাদিক আয়েশা আকাশী, উপদেষ্টা তারুণ্য পরিবার। এইচ এম রেজাউল হক, উপদেষ্টা তারুন্য পরিবার। ডাঃমেহেদী হাসান সোহেল, উপদেষ্টা তারন্য পরিবার। এইচএম হাবিবুর রহমান, উপদেষ্টা তারুণ্য পরিবার। সৈকত আহমেদ উপদেষ্টা তারুণ্য পরিবার। মোঃ হেমায়েত হোসেন সহ-সভাপতি মাদারীপুর কসমেটিক সমিতি। মোঃসাইদুল শিকদার সহ-সভাপতি মাদারীপুর কসমেটিক সমিতি। আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক মাতৃছায়া মার্কেট ব্যবসায়ী সমিতি। রাজধানী টিভির প্রতিনিধি ইসমাইল খান রিদয় এবং তারুণ্য পরিবারের সদস্যবৃন্দ।
তারুণ্য পরিবারের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান জানান,আনন্দ ভবনে তারুণ্য পরিবার কর্তৃপক্ষের কোন ভুল থাকলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারুন্য পরিবারের উক্ত আনন্দ ভ্রমণে যারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে এবং তারুন্য পরিবারের সকল উপদেষ্টা সহ তারুণ্য পরিবারের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি তারুন্য পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি ও সকলকে ধন্যবাদ জানাচ্ছি।