হাফিজুল শরিফ, মাদারীপুর।।
মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সহনশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকারের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করছে।
আজ মাদারীপুর শহরের তাতীবাড়ী কাঁচা বাজার, মস্তফাপুরের বাজারে সবজি, মুরগী, কাচমালে আড়ৎ, মুদির ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে অভিযান চালানো করে। ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে আলোচনা করে দ্রব্যমুল্য যেন সহনশীল থাকে সে ব্যাপারে সকলকে সহোযোগিতার জন্য আহবান করেছে শিক্ষার্থী ও অভিযান পরিচালনা করা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এছাড়া সর্তকমূলক জরিমানা আদায় করা হয়। এসময় পুলিশ আনসার, শতাধিক শিক্ষার্থীরাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।
ln24bd/mh