মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস অর্জনের লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন দপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগিদের মাঝে আউশ ধানের বীজ, সার, সুদমুক্ত ক্ষুদ্রঋণ, হুইল চেয়ার, আর্থিক অনুদান ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। গতকাল দুপুরে মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আছমত আলী খান মিলনায়তনে এ উপকরণ বিতরণের করা হয়। এর আগে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় সর্বজীন পেনশন স্কিম সেবাদান কেন্দ্র উদ্বোধন শেষে তিনি জেলা প্রশাসকের দপ্তরের বিভিন্ন শাখা পরিদর্শনসহ মাদারীপুর জেলা কারাগারও পরিদর্শন করেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আল মামুনের সভাপতিত্বে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানসহ জেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
LN24BD