Sunday, May 19, 2024
Homeঘোষনানতুন ফিচার নিয়ে হাজির হল টুইটার

নতুন ফিচার নিয়ে হাজির হল টুইটার

‘ফ্লিটস’ নামের নতুন ফিচার পরীক্ষামূলক ভাবে চালু করেছে সামাজিক নেটওয়ার্কিং যোগাযোগমাধ্যম টুইটার। আপাতত ইতালি আর ব্রাজিলে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে এটি।

হোয়াটস অ্যাপ স্ট্যাটাসের মতোই টুইটার ‘ফ্লিটস’র পোস্ট ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। টুইটার ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি পেজের একেবারে উপরের অংশেই দেখা যাবে। এতে রিয়্যাক্ট বটনও থাকবে।

যারা ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি দেখবেন তারা চাইলে এখানে রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর পাশাপাশি রিপোর্ট করার বিকল্প বটনও থাকবে।

ফ্লিটসে পোস্ট করার জন্য অ্যাকাউন্টের উপরে বাঁ দিকে অ্যাভেটারের ‘নিউ ক্রিয়েট’ অপশন সিলেক্ট করতে হবে। সেখানে লেখা, নতুন ছবি বা ভিডিও অপশন সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে। তারপর ফ্লিট অপশন সিলেক্ট করে পোস্ট করা যাবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments