Monday, May 20, 2024
HomeScrollingজামালপুরে ৪টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্রের বিজয়

জামালপুরে ৪টিতে নৌকা, ১টিতে স্বতন্ত্রের বিজয়

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। একটি আসনে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক)। রবিবার রাতে জামালপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান প্রাথমিকভাবে জেলার পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

জামালপুরের রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান জানান, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এস এম আবু সায়েম পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ৭০ হাজার ৭৬২ ভোট পেয়ে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মির্জা আজম এমপি ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন। এবার নিয়ে তিনি সপ্তমবারের মতো এ আসন থেকে এমপি হলেন। তার নিকটতম জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মীর শামসুল আলম পেয়েছেন ৭ হাজার ৪৭০ জন।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বেসরকারি ফলাফলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুর রশীদ ৫০ হাজার ৬৭৮ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহবুবুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।

জামালপুর-৫ (সদর) আসনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতীকের প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. রেজাউল করিম পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট।

 

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments