Monday, May 20, 2024
HomeScrollingউন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -এমপি প্রার্থী আজাদ

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন -এমপি প্রার্থী আজাদ

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।

জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। কিছু উন্নয়নের কাজ চলমান আছে।

তিনি আরও বলেন, এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারন নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে, শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর পৌরসভার ইকবালপুর, পশ্চিম নয়াপাড়া, পাঁচ রাস্তা মোড়, দয়াময়ী মোড়, আজাদ ডাক্তারের মোড়, পলাশগড়, তেঁতুলিয়া, সাত রাস্তার মোড়সহ সংশ্লিষ্ট আশপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, পৌরসভার কাউন্সিলর বিজু আহমেদ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফা আনোয়ার পারুল প্রমুখ।

পরে বিকেলে তিনি রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটাররা উপস্থিত ছিলেন।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments