Friday, July 4, 2025
HomeScrollingনির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের ১৮০ জনের আবেদন

নির্বাচন পর্যবেক্ষণে ৩৫ দেশের ১৮০ জনের আবেদন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫ দেশ থেকে ১৮০ জন নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি। সেহেলী সাবরীন জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৫ দেশ থেকে ১৮০ জন আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। এর বাইরে নির্বাচনের খবর সংগ্রহে আবেদন করেছেন ৭১ জন বিদেশি সাংবাদিক। ইসি তাদের আবেদনগুলো যাচাই-বাছাই করছে। তবে আবেদনকারীদের তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি।

এদিকে নির্বাচন উপলক্ষে বিদেশ থেকে আসা পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সময় সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। তাদের ‘স্বাগতিক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ চলাকালে তাদের সার্বিক সহায়তার জন্য ৩০ জন কর্মকর্তাকে আগামী ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত স্বাগতিক কর্মকর্তা (হোস্ট অফিসার) নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্তি করা হলো।

এর আগে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী বিদেশী পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন আহ্বান করে গত অক্টোবরে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশনে (ইসি)। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল। এরপর আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। পরে যাচাই-বাছাই করে বিদেশী পর্যবেক্ষক ও বিদেশী সাংবাদিকদের ভিসা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments