Sunday, May 19, 2024
HomeScrollingফিলিস্তিনকে সমর্থনের কারণে শাস্তি পেলেন খাজা

ফিলিস্তিনকে সমর্থনের কারণে শাস্তি পেলেন খাজা

ভারতকে হারিয়ে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিতে নেয়া অস্ট্রেলিয়া এবার সাদা পোশাকের লড়াইয়ে নেমেছে। ঘরের মাঠে পাকিস্তানকে আতিথেয়তা দিচ্ছে অজিরা। এদিকে সিরিজের প্রথম টেস্ট থেকেই আলোচনায় অজি ওপেনার উসমান খাজা। পার্থে ফিলিস্তিনিদের সমর্থনে একটি উদ্যোগ নিয়েছিলেন তিনি, তবে আইসিসির বাঁধায় তা করতে পারেননি।

ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে পার্থ টেস্টে একটি বিশেষ বার্তা সম্বলিত জুতা পরতে চেয়েছিলেন খাজা। অজি ওপেনার এই ম্যাচের আগে অনুশীলনেও সেই একই জুতা পড়েছিলেন। তবে মূল ম্যাচের দিন তিনি একই জুতা পরে মাঠে নামতে পারেন নি।

খাজার জুতায় লেখা বার্তাটি ছিল, ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’। আইসিসির এই সিদ্ধান্তের পরই একটি ভিডিও বার্তা দেন খাজা। যেখানে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন তিনি। জুতার লেখা দিয়ে প্রতিবাদ না জানাতে পারলেও পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন খাজা।

আর তাতেই এবার শাস্তির মুখে পড়েছেন তিনি।  পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরার কারণে এই বাঁহাতি ব্যাটারকে প্লেয়িং কন্ডিশন ভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, খাজা কালো আর্মব্যান্ড পরার ক্ষেত্রে আইসিসির অনুমতি নেননি। সেটিকেই প্লেয়িং কন্ডিশন ভঙ্গ বলে জানিয়েছে আইসিসি। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের “এফ” ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ এসেছে।  এটি “অন্যান্য নিয়ম ভঙ্গের” আওতায় পড়ে।’

আইসিসির এই নিয়ম ভঙ্গের কারণে ন্যূনতম শাস্তি ভর্ৎসনা। এছাড়াও ধারণা করা হচ্ছে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হবে খাজাকে। তবে এই শাস্তির কারণে বক্সিং ডে টেস্ট খেলতে কোন বাধা নেই খাজার।
RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments