ইসলামে সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আমল। রাসুল (সা.) বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করে বলেছেন সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ ও ভালোবাসা বাড়ায়। নবিজি (সা.) বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! তোমরা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর পরস্পরে সৌহার্দ ও ভালোবাসা না রেখে তোমরা মুমিন হতে পারবে না। আমি তোমাদের এমন কাজের কথা বলছি যা তোমাদের পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি করবে, নিজেদের মধ্যে বেশি বেশি সালাম দাও। (সহিহ মুসলিম: ২০৩)
তবে কিছু অবস্থায় সালাম দেওয়া অপছন্দনীয় ও নিষিদ্ধ। কোরআন তিলাওয়াতরত ব্যক্তিকে সালাম দেওয়া অপছন্দনীয়। কারণ তাকে সালাম দিলে কোরআন তিলাওয়াতে ব্যাঘাত ঘটে। কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করছে বুঝতে পারলে তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে। সাধারণ অবস্থায় সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু যে সব অবস্থায় সালাম দেওয়া মাকরুহ, সেই সব অবস্থায় সালামের উত্তর না দেওয়ার অবকাশ রয়েছে। কুরআন তিলাওয়াততর ব্যক্তিকে কেউ সালাম দিলে তিলাওয়াতকারীর জন্য সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়।