Wednesday, July 2, 2025
HomeScrollingসাদুল্লাপুরে নিরিহ ঝালমুড়ি বিক্রেতা শহীদকে এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত

সাদুল্লাপুরে নিরিহ ঝালমুড়ি বিক্রেতা শহীদকে এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের নিরিহ ঝালমুড়ি বিক্রেতা আব্দুস শহীদ (৩০)’কে এলাকা থেকে উচ্ছেদের পায়তারা করছে একটি দুষ্ট চক্র.. ভুক্তভোগী শহীদ প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন..

জানা গেছে,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে আব্দুস শহীদ মিয়া। ঝালমুড়ি ও বাদাম বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ হয়। কয়েক বছর আগে বিয়ে করলেও তা ছাড়াছাড়ি হয়েছে বলে শহীদ জানান। স্ত্রী সন্তানহীন এ শহীদের একটি ঘর ও বাড়ির ভিটা সহ কিছু জমি রয়েছে। শহীদের দাবী এলাকা থেকে উচ্ছেদের চক্রান্ত করে ওই জমিটুকু বেদখল করার অপচেষ্টা করছে এলাকার কিছু কুচক্রী মহল। এছাড়া তার বাড়িতে প্রায়ই রাতে কে বা কারা ঢিল ছুড়ে আতংক তৈরী করে। তার আরো দাবী ওই কুচক্রী মহলটি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি সাধন সহ প্রাণ নাশ করতে পারে।

ভুক্তভোগী শহীদ আইনের আশ্রয় নেবেন বলে জানান। এ ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments