Monday, April 21, 2025
HomeScrollingমাদারীপুরে যুবলীগের মটর শোভাযাত্রা,বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

মাদারীপুরে যুবলীগের মটর শোভাযাত্রা,বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

হাফিজুল শরিফ।।
বিএনপি ডাকা অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাদারীপুরে মোটরসাইকেল শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। আজ সকালে মাদারীপুর সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে এক মটর শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মস্তফাপুর বাসস্ট্যান্ড গিয়ে শেষে হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীরা জানান, বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে, জনগণের জানমাল রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম,সাধারণ সম্পাদক মাদারীপুর-২ আসনের সংসদ সদস্যর স্থানীয় প্রতিনিধি আজিজুর রহমান শিবু খান, এজাজুর রহমান আকন,জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ খান,মস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব খান,পৌর যুবলীগের আহবায়ক কামাল হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments