Monday, May 20, 2024
HomeScrollingমাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখে মুগ্ধ হাজারো দর্শক

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখে মুগ্ধ হাজারো দর্শক

মাদারীপুর প্রতি‌নি‌ধি।।

মাদারীপু‌রে আড়িয়াল খাঁ ন‌দে শ‌নিবার বি‌কে‌লে ঐতিহ‌্যবা‌হি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পঙ্খিরাজ, টিয়া‌ঠো‌ড়ি, বাচারী এমন বাহারী ১১টি নৌকার অংশগ্রহনে মাদারীপুরের চরমুগ‌রিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবা‌সির উদ্যো‌গে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। পড়ন্ত বিকেলে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষের যেন মিলনমেলায় পরিণত হয় নদীর দুই পাড়।
জানা গেছে, মাঝিমাল্লার হাতে থাকা বৈঠা চলছে সমানতালে সাথে হৈহুল্লুড় আওয়াজ। কাঁসার ঘন্টার টুংটাং শব্দ। শনিবার পড়ন্ত বিকেলে আড়িয়াল খাঁ নদের পাড়ে শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। কেউবা আবার ট্রলারে করে উপভোগ করে এই নৌকাবাইচ। সংস্কৃতি আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐহিত্য ধরে রাখতে মাদারীপুরের চরমুগ‌রিয়া ও হাজরাপুরের যুব সমাজ ও স্থায়ীয় এলাকাবা‌সির উদ্যো‌গে এই বাইচের আয়োজন করা হয়। লক্ষীগঞ্জ ব্রিজের নিচ থেকে হাজরাপুর ব্রিজে গি‌য়ে শেষ হয়। এই এলাকা জুড়ে চলে বাইচ। যা দেখে আনন্দে মেঠে ওঠেন দর্শকরা।
অংশ নেয়া ১১টি নৌকার মধ্যে বা‌জিতপু‌রের প্রশান্ত ওঝা প্রথম পুরস্কার ‌হি‌সে‌বে ৩২ সিফ‌টি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার পান কোটা‌লিপাড়ার কা‌লিপদ তালুকদার পান ২৮ সিফ‌টি ফ্রিজ ও তৃতীয় পুরস্কার পান বা‌জিতপু‌রের ম‌জিবর শেখ এক‌টি ৩২ ইঞ্চি টে‌লি‌ভিশন।
পুরস্কা বিতরনী অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন পৌরসভার ৮নং ওয়া‌র্ডের সহ-সভাপ‌তি আলাউদ্দিন বেপারী। প্রধান অ‌তি‌থি ছি‌লেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডি‌স্ট্রিজের সভাপ‌তি হা‌ফিজুর রহমান জাচ্চু খান। নৌকা বাইচের সা‌র্বিক দা‌য়ি‌ত্বে ছি‌লেন রা‌স্তির সা‌বেক ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ইদ্রিস শিকদার, সমাজ‌সেবক আতাউর রহমান রু‌বেল মু‌ন্সি, হাজরাপু‌রের হা‌বিব বেপারী, স্থানীয় ইউপি মেম্বার গোলাম মওলা ফ‌কির, আব‌ুল বাসার, সুমন বেপারী, রা‌স্তির যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ ফ‌কির, পু‌টিয়ার মোখ‌লেস ফ‌কির, জাহাঙ্গীর আকন, এ‌্যাড. রিয়াদ মোল্লা, ম‌ফিজ তালুকদারসহ স্থানীয় লোকজন।
আয়োজক ইদ্রিস শিকদার বলেন, ইতিহাস আর ঐহিত্যকে ধরে রাখতে নৌকাবাইচের বিকল্প নেই। নৌকাবাইচকে ঘিরে নদের দুইপাড়ে বসে হরেক রকমের দোকান। খাবার ও খেলনাসহ বিভিন্ন দোকানে ক্রেতা-বিক্রেতাদের সরগরম। যা দেখতে নদের দুইপাড়ে ভীড় জমান হাজার হাজার দর্শক। নেয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগা‌মি‌তেও এমন উদ্যোগ নেয়া হ‌বে।

LN24BD /SHT

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments