মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর।।
জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরীর আহবানে জামালপুর সদর উপজেলার প্রায় ১৫শ’ মসজিদের ইমাম ও খতিবদের সাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকালে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।
জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও মাওলানা মাসউদ হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান মিজান, সোহরাব হোসেন বাবুল, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, মুফতি মনিরুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা হারুন, মাওলানা মেরাজুর রহমান জামালপুরীসহ মসজিদের ইমাম ও খতিবগণরা।
এসময় ইমাম ও খতিবরা তাদের বক্তব্যে বলেন, জামালপুর-৫ সদর আসন থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনবান্ধবনেতা ফারুক আহাম্মেদ চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
উল্লেখ্য, এর আগেও সদর উপজেলার সকল জনপ্রতিনিধি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকল জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ জামালপুর-৫ সদর আসনে ফারুক আহাম্মেদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য একমত পোষন করেন।
LN24BD