Saturday, July 5, 2025
HomeScrolling‘যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে’

‘যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে’

গাজা-ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত সৃষ্টি করবে। এমনকি এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এ সংঘাত অত্যন্ত ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।

পুতিন বলেন, ‘গাজায় যে হত্যাকাণ্ড চলছে তার অবসান হওয়া উচিত।’ তিনি ফোন কলে অন্যান্য বিশ্ব নেতাদের বলেছিলেন, যুদ্ধ বন্ধ না হলে এ সংঘাতের পরিধি আরও বাড়বে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার ক্রেমলিনে রাশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধরা ইসরায়েলি হামলার শিকার হচ্ছে- এটি তেল আবিবের ভুল পদক্ষেপ।

এ রুশ নেতা বলেন, “আজকে আমাদের প্রধান কাজ রক্তপাত ও সহিংসতা বন্ধ করা।” রক্তপাত বন্ধ না হলে আরও বিস্তৃত পরিসরে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, “দ্রুত যুদ্ধ বন্ধ না করলে সংকট আরও গুরুতরভাবে ছড়িয়ে পড়বে – যার পরিণতি হবে বিপজ্জনক ও ধ্বংসাত্মক। শুধুমাত্র তা মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।”

রাশিয়ার প্রেসিডেন্ট কিছু পশ্চিমা শক্তির নিন্দা করে বলেন, তারা আরও উত্তেজনা সৃষ্টি করতে এবং যতটা সম্ভব অন্যান্য দেশ ও জাতিকে সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে। এ উদ্দেশ্যে তারা লাখ লাখ মানুষের জাতীয় ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করছে।

সূত্র : আল-জাজিরা

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments