Thursday, May 9, 2024
HomeScrollingঅপহরণের ২২ ঘণ্টা পর ৩ জনকে মুক্তি

অপহরণের ২২ ঘণ্টা পর ৩ জনকে মুক্তি

অপহরণের ২২ ঘণ্টা পর রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এন্টি চাকমা ও তার সঙ্গে যাওয়া দুই কলেজ শিক্ষার্থী দীঘিনালার বনবিহার এলাকা থেকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তির পর তারা খাগড়াছড়িতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা।

হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, শনিবার বিকেল ৩টার সময় রাঙামাটির সাজেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিকন্যা প্রীতিলতার ৯১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা শেষে এন্টি চাকমা ও তার সঙ্গে যাওয়া দুই কলেজ শিক্ষার্থী একটি মাহেন্দ্র গাড়িযোগে খাগড়াছড়ি ফিরছিলেন।

বিকেল সাড়ে ৩টার সময় তারা দীঘিনালার কবাখালী বাজার এলাকায় পৌঁছালে একটি বিশেষ মহলের মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর ৬ জন সদস্য তাদেরকে অপহরণ করে দীঘিনালা বনবিহার এলাকায় নিয়ে আটকে রাখে।

নীতি চাকমা বলেন, তারা রোববার দুপুর দেড়টার দিকে অপহৃতদের অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এন্টি চাকমাসহ তিন জনকে ছেড়ে দিতে বাধ্য হয়। অবিলম্বে অপহরণকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনী ভেঙে দেওয়া ও সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মদদান বন্ধ করার দাবি জানান তিনি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments