Thursday, May 9, 2024
HomeScrollingপাচারকালে ৬৬০ টন কয়লা বোঝাই নৌযানসহ ৪১ চোরাকারবারি আটক

পাচারকালে ৬৬০ টন কয়লা বোঝাই নৌযানসহ ৪১ চোরাকারবারি আটক

মোংলা বন্দরে আমদানি হওয়া কয়লা পরিবহনকালে পাচারের সময় ৬৬০ মেট্রিকটন কয়লাসহ ৪১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

এসময় কয়লা পরিবহন কাজে ব্যবহত লাইটার এমভি আল রতনা ও পাচার কাজে ব্যবহত ট্রলার তানজিলা-২ কে জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়ায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ ৬৬০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর নোয়াপাড়া ঘাটের উদ্দেশে রোববার (২৪ সেপ্টেম্বর) ভোররাতে রওয়ানা হয় এমভি আল রতনা নামক লাইটার।

পশুর চ্যানেলের বইটাঘাটা এলাকায় পৌঁছালে কয়লা পাচারের জন্য নৌযান তানজিলা-২ তে কয়লা বোঝাই শুরু করে পাচারকারীরা। বিষয়টি টের পেয়ে কোস্টগার্ড পশ্চিমজোন সদর দফতর অভিযানে নামে। অভিযানে পাচারকাজে জড়িত থাকা ৪১ ব্যাক্তিকে আটক করে কোস্টগার্ডের অভিযানিক দল।

পরে দুপুরে পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে হস্তাম্তর করা হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাচারকারীদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments