একটি অনুষ্ঠানে নাচতে নাচতেই মারা যান এক ভারতীয় যুবক। বছর ছাব্বিশের ওই যুবকের নাম প্রসাদ। তিনি অন্ধ্রপ্রদেশের ধর্মভরমের বাসিন্দা।
সংশ্লিষ্টরা জানান, প্রসাদ গণেশ চতুর্থীর অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই ঘটনার শিউরে ওঠা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে
ভিডিওতে দেখা যায়, একটি প্যান্ডেলে ভিড় করে রয়েছেন পুরুষ, নারী ও শিশু-সহ অনেকে। সেখানে তারস্বরে গান চলছিল। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছিলেন দুই যুবক।
তখন সকলের নজর ছিল নৃত্যরত ওই দুই যুবকের দিকেই। বেশ কিছুক্ষণ নাচার পর প্রসাদ একটু টলমল করতে করতে ভিড়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে অচৈতন্য হয়ে যান। ভিড়ে থাকা লোকজন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে ঠিক কী হয়েছে।
এরপর স্থানীয়রাই প্রসাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই যুবকের। এই ভি়ডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই আবার দাবি করেছেন, ডিজে বক্সের আওয়াজেই হার্ট অ্যাটাক হয়েছিল যুবকের। যদিও চিকিৎসকেরা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই জানা যাবে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে যুবকের।
ভারতে এমন আকস্মিক মৃত্যুর ঘটনা সাম্প্রতিক অতীতে বারবারই প্রকাশ্যে এসেছে। নাচতে নাচতে মঞ্চের ওপর মৃত্যুর ঘটনা ঘটেছে। জিম করার সময় আচমকা মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, যাদের মত্যু হচ্ছে, তাদের বয়স খুব একটা বেশি নয়। মৃত্যুর কারণও অনেকটা একই রকম।
সূত্র : এবিপি