শিবচর প্রতিনিধি।।
জাতীয় সংসদের চীফ হুইপ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই ভয়াল, বর্বর ও নির্মম হত্যাকান্ড শুধুমাত্র কোন রাজনৈতিক বা পারিবারিক হত্যাকান্ড ছিলোনা। এখানে জড়িত ছিলো আন্তর্জাতিক রাজনৈতিক চক্রান্ত, অপরদিকে বিশ্বের ইতিহাসের রচিত হয়েছিলো একটি অমানবিক কলঙ্কিত অধ্যায়। ১৫ আগস্টের সেই বর্বোরচিত হত্যাকান্ড ছিলো সারা বিশ্বের নিপীড়িত মানুষের কন্ঠস্বর ও বাঙালির স্বপ্নকে ধূলিসাৎ করার চক্রান্ত। গতকাল দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স শিবচর উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালে বিশ্বের ইতিহাসের কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিলো – চীফ হুইপ
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on