জামালপুরের ইসলামপুরে ডেঙ্গু প্রতিরোধে এতিম শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করেছেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।
শনিবার বিকালে হোসনে আরা এমপির নিজস্ব অর্থায়নে উপজেলার পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদ্রাসার দুইশতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে এসব মশারি বিতরণ করেন তিনি।
এ সময় তিনি বলেন, দেশে ডেঙ্গুর রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু হতে রক্ষা পেতে আমাদের অধিক সচেতন হতে হবে। কেননা রোগের চিকিৎসা করার থেকে রোগ প্রতিরোধ করা উত্তম।
তিনি আরও বলেন, মাদ্রাসার এতিম শিক্ষার্থী যারা আছে তাদের কারও বাবা নেই, কারও মা নেই। বর্তমান সরকারের আমলে এসব এতিমরা যেন কোন সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে। তাদের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব আপনার, আমার ও আমাদের সকলের।
মশারি বিতরণকালে উপস্থিত ছিলেন, হাড়িয়াবাড়ী দারুল উলুম মাদ্রসার মোহতামীম হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষক হাফেজ আতাউর রহমান, সাহেব মিয়াসহ আরও অনেকেই। ডেঙ্গু প্রতিরোধের সহায়ক এসব মশারি পেয়ে আনন্দিত মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা।