Monday, May 20, 2024
HomeScrollingপলাশবাড়ীতে বঙ্গমাতা'র ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত

পলাশবাড়ীতে বঙ্গমাতা’র ৯৩ তম জন্ম বার্ষিকী পালিত

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন,মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা,সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আজাদুল ইসলাম,এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পলাশবাড়ী উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, পলাশবাড়ী পৌর মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে ১৫ আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ যোহর পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments